বৃদ্ধাশ্রমের সেই গল্পটি- আফরা সাদিয়া
বৃদ্ধাশ্রমের সেই গল্পটি
শখের লেখিকা: আফরা সাদিয়া
আজ সকাল থেকে খুব বৃষ্টি পরছে। সবাই আজ বাড়িতে, খবরের কাগজটা খুজতে গিয়ে দেখি প্রায় তিনমাস আগে আসা একটি হলুদ চিঠি। চিঠির ওপরে কোনো নাম নেই, ব্যস্ততায় চিঠি পড়ার সময় হয়নি।
♥️প্রিয় খোকা,,
আশাকরি অনেক ভালো আছিস। আমিও অনেক ভালো আছি। তোদের দোয়ায়, আজ তিনবছর হলো তোকে দেখিনি আমার দাদুভাই নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। জানিস তোদের খুব দেখতে ইচ্ছে করে। প্রতিদিন তোদের আশায় বসে থাকি, আমি জানি তুই অনেক ব্যস্ত। তাই তোর মাকে বলি, হয়তো শুক্রবার ছুটির দিনে আসবি আমাদের দেখতে। কিন্তু তিনবছর হলো একবারো আসলিনা। আচ্ছা তোর বড় বাড়িতে মনে হয় অনেক ভালো আছিস সুখে আছিস বউমা আর দাদুভাইকে নিয়ে। তোর মা প্রতিদিন তোদের কথা বলে আর কাদে জানিস। তোর কি একবারো আমাদের কথা মনে হয়না? তোর ছোট সংসারে আমরা কি খুব বোঝা ছিলাম। ওতো বড় বাড়িতে এককোনেই তো পরেছিলাম দুজন, কখনো বাজার করেছি,বাগান দেখেছি,দাদুভাইয়ের সাথে খেলা করেছি। তোর মা বাড়ির সব কাজ করেছে রান্না, কাপর ধোয়া, বাসন মাজা সব। কই কখনো তো আমরা বিরক্ত হয়নি, যখন বয়স বাড়তে থাকলো যখন কারো সাহায্যের দরকার ছিলো, ঠিক তখনি তোদের কাছে বিরক্তির কারন হইলাম। তোর মনে আছে রাত একটাই খুব বৃষ্টি হচ্ছিলো তোর খুব জ্বর হয়েছিলো, বাড়িতে আমি ছিলাম না তোর মা সেই রাতে তোর জন্য ওষুধ কিনতে গেছে প্রায় ৪ ঘন্টা পথ হেটে তোর জন্য ওষুধ এনেছে। কোনো বিকেলে তুই ঘুরতে যাওয়ার জেদ ধরলে ঘারে করে নিয়ে গেছি তোকে।মাছ বেছে খেতে পারতিনা তোর মা নিজে না খেয়ে তোকে খাইয়েছে। কখনোতো বিরক্ত হয়নি তোর মা বা আমি। কিন্তু দেখ তোর ওতো বড় বাড়িতে আমাদের জায়গা নেই আজ। কুকুর, বিড়াল যতটুকু খাবার পায় ততোটুকু আমরা পাইনি। ভাবিসনা আমরা কিন্তু কষ্ট পায়নি তোর ভালো চেয়েছি। তোর মা আর নেই আমাকে একা করে সে চলে গেছে দুদিন আগে। তোর কথা দাদুভাইয়ের কথা অনেক বলেছে একবার দেখবে বলে।এখনো তোর মার সাথে কথা বলি কবরের পাশে বসে। আমিও খুব তারাতারি তোর মার কাছে চলে যাবো। চিঠি পরে হয়তো খুব বিরক্ত হচ্ছিস। তোর মা যাওয়ার আগে বলে গেছে তোকে যদি একটিবার দেখতে পেতো তুই কেমন আছিস? আমরা সবসময় তোর ভালো চায় তোর যেনো এমন কষ্ট পেতে না হয়। তোর জন্য অনেক ভালোবাসা।♥️♥️
ইতি তোর অভাগি বাবা,,♥️♥️
চিঠিটা পরে চোখে পানি ধরে রাখতে পারিনি। দ্রুত গাড়ি নিয়ে বেড়িয়ে পরি। গাড়ি থেকে নেমে অনেক ভীড় দেখতে পায় সামনে। আসলে বাবা আর নেই, একজন হাত ঘুরে দেখালো। কবরের পাশে বসে নিরবে চোখের জ্বল ফেলছি। আজ নিজেকে সবচেয়ে খারাপ মানুষ মনে হচ্ছে।সময় থাকতেও মা বাবার মূল্য বুঝিনি। মাফ চাওয়ার সময়টাও পেলাম না।♥️
[[ধীক্কার সে সব সন্তানকে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠায়। অথচ একবারো এটা ভাবেনা যে তারাও একদিন মা বাবা হবে। তাদের কষ্ট দিয়ে জাহান্নামে যেতে হবে।]]
মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন,,
"তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের উফ্ (বিরক্তিও অবজ্ঞামূলক কথা) বলবে না এবং তাঁদের ধমক দেবে না; তাঁদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। মমতাবশে তাঁদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, “হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন।”’ (সুরা-১৭ ইসরা-বনি ইসরাইল, আয়াত: ২৩-২৪)।
""আল্লাহ আমাদের মা বাবাকে ভালো রাখুন। তাদের সাথে উত্তম ব্যবহার করার তৈফিক দান করুন।।
♥️আমিন♥️
আমিন
💐
মাশা আল্লাহ।।। সুন্দর লেখনী
শুকরিয়া
Masha Allah
শুকরিয়া
bastobvittik golpo
শুকরিয়া
😢😢😢
😢
Masha Allah
Sukria
বাস্তব কথা
শুকরিয়া
মাশা আল্লাহ।।।।
শুকরিয়া
sundor
Sukria
😔😔😔
😔
Valo legese
Sukria
MashaAllah
😭
মাশা আল্লাহ অনেক সুন্দর, অন্তর ছুয়ে যায়
আউটস্ট্যান্ডিং লেখা