বুক রিভিউ- ইসলামের প্রাথমিক পরিচয়

বুক রিভিউ
বইঃ ইসলামের প্রাথমিক পরিচয়
প্রকাশনা সংস্থাঃ বাংলাদেশ দাওয়াহ সার্কেল
প্রথম প্রকাশঃ মার্চ ২০১৯
প্রচ্ছদ মূল্যঃ ৫০ টাকা
পৃষ্ঠাঃ ৭১

পৃথিবীতে মানুষ যত বিধিবিধানই রচনা করেছে, তার কোনোটিই কখনো মানুষের সর্বময় চলার পথকে সমৃদ্ধ করতে পারেনি। পারেনি সকল ক্ষেত্র পরিচালনার শাশ্বত দিকনির্দেশনা প্রদান করতে; আর সেটা যে সম্ভবপর নয়, তাও প্রমাণিত হয়েছে বারংবার।

মানুষের জীবন চলার পূর্ণাঙ্গ ও সঠিক দিকনির্দেশনা একমাত্র মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ তায়ালার পক্ষ থেকে এসেছে, যার নাম ইসলাম।

'ইসলামের প্রাথমিক পরিচয়' সকল শ্রেণির পাঠক বইটি পড়ে ইসলামের প্রাথমিক বিষয়ের ধারণা লাভ করতে পারবে। বইটি মোট পাঁচটি অধ্যায়ে বিভক্ত। (১) ইসলাম ও মুসলিম, (২) ঈমান ও এর মৌলিক বিষয়সমূহ, (৩) ইবাদত, (৪) মুসলিম হওয়ার জন্য জ্ঞানের আবশ্যকতা ও (৫) ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা।

প্রত্যেক অধ্যায়ই বিষয়বস্তুর আলোকে আল—কুরআন ও আল—হাদীসের রেফারেন্স দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে বইটি একবার হলেও পড়া। মুসলমান হিসাবে আমাদের ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান রাখা অবশ্যই কর্তব্য।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url