গল্পঃ আর কত দিন - জান্নাতুল নাঈম মারিয়া
আর কত দিন
জান্নাতুন নাঈম মারিয়া
আজ ২৮শে রমজান আমি, মা, আর বাবা নির্জীব পাথর হয়ে বসে আছি। এইতো আর দুই দিন পর হয়তো ঈদ। মনে পরে যায় গত বছরের ২৮শে রমজানের কথা যখন ভাইয়া ছিল আমাদের সাথে। এই দিনটিতে আমাদের দুই ভাই বোনের কতই না প্রস্তুতি, ভাইয়া ছিল প্রধান উদোক্তা। আমার আর মা-বাবার কি কি চাই এই লিষ্ট করা ঈদের অন্যতম প্রস্তুতি। মা বলতেন আমার বয়স হয়েছে আমার কিছু লাগবেনা। ভাইয়া বলতো লাগবেনা বললেই হলো তোমার জন্য ঠিক একটি সুন্দর শাড়ি কিনে আনবো। মা মুচকি হাসি দিয়ে, আবার কাজে ব্যস্ত হয়ে পরতো। তারপর সারাদিন রোজা রেখে সন্ধ্যা বেলা ইফতার করে একটু বিশ্রাম নিয়ে আবার তারাবির নামাজ পড়া তারপর কদরের রাতে কান্না ভেজা মুনাজাত । এরপর দিন গুনতে গুনতে চলে এলো ঈদের দিন কতই না মজা আর আনন্দের দিন মুসলমানদের বিশেষ একটি দিন । ঐশি, মায়ের ডাকে ধ্যান ভাঙ্গে ঐশির । এইতো ৭ দিন আগের কথা সেদিন ছিল ২১ শে রমজান দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে পড়ে যার কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে বিরূপ মিছিল। সেই মিছিলে যোগ দেন ভাইয়া আবদুল্লাহ এবং বাবা খালিদ আরমান দিনটি ছিলো শুক্রবার। নামায পড়ে মসজিদ থেকে বেরিয়ে সবাই দলে দলে যাচ্ছিল মিছিলের দিকে তাঁদের প্রতিবাদ ছিলো দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও স্কুল কলেজ গুলোতে পর্দা না করতে দেয়া এবং ইসলামী মূল্যবোধ নিশ্চিহ্ন করে দেয়া। মিছিল আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো। আমি আর মা তাকিয়ে থাকি যতক্ষণ দেখা যায়। কিছুক্ষণ পর হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা দৌড়ে এসে গেট খুলি। দূরে অনেক মানুষের কোলাহল শোনা যায়। রাস্তায় দৌড়া দৌড়ি করছে কয়েক জন। কি হয়েছে! কি হয়েছে! কিসের শব্দ মা চিন্তিত হয়ে প্রশ্ন করে যাচ্ছেন। কে যেনো পাশে থেকে বলে উঠলো মিছিলে হামলা হয়েছে গুলি করা হয়েছে। সবাই বলাবলি করছে যে আবদুল্লাহ (ভাই) আর ইমাম সাহেবের বুকে গুলি লেগেছে। বেশ কিছুজন আহত হয়েছে। আহতদের মধ্যে বাবাও রয়েছে। বাবার পায়ে গুলি লেগেছে। আমার এক চাচা বললো দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দ্রুত চলে গেলাম সদর হাসপাতালে গিয়ে দেখি সব শেষ! ভাইয়া আর নেই আমাদের মাঝে উড়ে গেছে জান্নাতের পাখি হয়ে। মা দেখে জ্ঞান হারালো। আমি জানি না আর কতদিন এই রকম আব্দুল্লাহ শহিদ হবে? যারা ইসলামের জন্য লড়ে শহিদ হবে। আমি জানি না কতদিন! এমন হাজারো আবদুল্লাহ শহিদ হবে?
ফটোগ্রাফিঃ পেইজ Nature's Glimpse
মাশা আল্লাহ সুন্দর
শুকরিয়া
সুন্দর
শুকরিয়া
Masha Allah
শুকরিয়া
Masha Allah
Sukria
sundor
Sukria
♥️♥️
Sukria
MashaAllah...
Sukria
MashaAllah
শুকরিয়া
মাশা আল্লাহ অনেক সুন্দর
শুকরিয়া