বই নোট- ইসলামী আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী
ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী । ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী pdf । ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বই নোট । islami andoloner safoller sortaboli note । islami andoloner safoller sortaboli pdf । [PDF] ইসলামী আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী । বই নোট - সাফল্যের শর্তাবলী
ইসলামী আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী
লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদুদী
অনুবাদঃ আব্দুল মান্নান তালিব
বইটি দু’ভাগে বিভক্ত—
১. ভূমিকা
২. মূল বক্তব্য
ভূমিকা ৩ ভাগে বিভক্ত—
১. হতাশার দিক
২. আশার দিক
৩. করণীয়
▣ হতাশার দিকঃ ৩টি
১. আমাদের জাতির মধ্যে একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্খার মোটেও অভাব নেই। আসল অভাব আগ্রহ, উদ্দে্যাগ গ্রহণ আর সবচেয়ে বেশি অভাব যোগ্যতার।
২. আমাদের জাতির সমগ্র প্রভাবশালী অংশ অধিকাংশ ক্ষেত্রে সমাজে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টিতে মুখর।
৩. বর্তমান যুগে সমাজ জীবন পরিগঠন আর ভাঙ্গার বৃহত্তম শক্তি হচ্ছে সরকার।
▣ আশার দিকঃ ৪টি
১. আমাদের সমাজ কেবল অসৎ লোকের আবাসস্থল নয়, এখানে কিছু সংখ্যক সৎলোকও আছে—
২. আমাদের জাতি সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয়।
৩. সমাজ বিকৃতির জন্য যারা কাজ করছে তারা দুটি সুবিধা অর্জন করতে পারেনি—
ক. চারিত্রিক শক্তি
খ. ঐক্যের শক্তি
৪. দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহ তায়ালার নিজের। এ কাজে যারা প্রচেষ্টা করে আল্লাহ তাদের সাহায্য করেন তবে শর্ত হচ্ছে—
ক. ধৈর্য্য ও আন্তরিকতা থাকতে হবে।
খ. বুদ্ধি ও বিচক্ষণতা কাজে লাগাতে হবে।
▣ করনীয় দিকঃ ৪ টি
ক. উত্তেজনার বশবর্তী হয়ে কোন কাজ গ্রহণ না করা।
খ. সুস্থ মস্তিষ্ককে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
গ. আবেগ বর্জিত সিদ্ধান্ত গ্রহণ।
ঘ. কর্মসূচী পরিকল্পনা আসল নয় বরং এগুলোর বাস্তবায়নে নিয়োজিত ব্যক্তিবর্গের ব্যক্তিগত ও সামষ্টিক চারিত্রিক গুণাবলীয় আসল।
▣ মূল বক্তব্য—
গ্রহণীয় দিকঃ ১. ব্যক্তিগত গুণাবলী।
২. দলীয় গুণাবলী।
৩. পূর্ণতাদানকারী গুণাবলী।
বর্জনীয় দিকঃ ৪. মৌলিক অসৎ গুণাবলী।
৫. মানবিক দুর্বলতা।
❏ ব্যক্তিগত গুণাবলীঃ ৪টি
১. ইসলামের যথার্থ জ্ঞানঃ ইসলামী আকিদা বিশ্বাসকে জাহেলী চিন্তা কল্পনা ও ইসলামী কর্মপদ্ধতিকে জাহেলিয়াতের নীতি পদ্ধতি থেকে আলাদা করে জানতে হবে এবং জীবনের বিভিন্ন বিভাগে ইসলাম মানুষকে কি পথ দেখিয়েছে তা জানতে হবে।
২. ইসলামের প্রতি অবিচল বিশ্বাস।
৩. চরিত্র ও কর্মঃ কথা ও কাজ এক হবে।
৪. দ্বীন হচ্ছে জীবনোদ্দেশ্যঃ জীবনের সকল কাজ দ্বীনের প্রতি কেন্দ্রীভূত হবে।
❏ দলীয় গুণাবলীঃ ৪টি
১. ভ্রাতৃত্ব ও ভালোবাসা
২. পারস্পরিক পরামর্শ
৩. সংগঠন ও শৃংখলা
৪. সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা
❏ পূর্ণতাদানকারী গুণাবলীঃ ৫টি
১. আল্লাহর সাথে সম্পর্ক ও আন্তরিকতা
২. আখেরাতের চিন্তা
৩. চরিত্র মাধুর্য
৪. ধৈর্য
৫. প্রজ্ঞা
❏ ধৈর্যে্যর অর্থঃ
১. তাড়াহুড়া না করা, নিজের প্রচেষ্টার ত্বরিত ফল লাভের জন্য অস্থির না হওয়া এবং বিলম্ব দেখে হিম্মত হারিয়ে না বসা।
২. তিক্ত স্বভাব, দুর্বল মত ও সংকল্পহীনতার রোগে আক্রান্ত না হওয়া।
৩. বাধা বিপত্তির বীরোচিত মোকাবেলা করা এবং শান্ত চিত্তে লক্ষ্য অর্জনের পথে যাবতীয় দুঃখকষ্ট বরদাশত করা।
৪. দুঃখ—বেদনা, ভারাক্রান্ত ও ক্রোধান্বিত না হওয়া এবং সহিষ্ণু হওয়া ও ধৈর্যের একটি অর্থ।
৫. ধৈর্যে্যর এক অর্থ হচ্ছে সকল প্রকার ভয়—ভীতি ও লোভ—লালসার মোকাবেলায় সঠিক পথে অবিচল থাকা, শয়তানের উৎসাহ প্রদান ও নফসের খাহেশের বিপক্ষে নিজের কর্তব্য সম্পাদনা করা।
❏ প্রজ্ঞার অর্থঃ
১. প্রজ্ঞার অভিব্যক্তি হচ্ছে মানবিক মনস্তত্ব অনুধাবন করে সেই অনুযায়ী, মানুষের সাথে ব্যবহার করা এবং মানুষের মনের উপর নিজের দাওয়াতের প্রভাব বিস্তার করে লক্ষ্য অর্জনে নিয়োজিত করার পদ্ধতি অবগত করা।
২. নিজের কাজ ও তা সম্পাদন করার পদ্ধতি জানা এবং তার পথে আগত যাবতীয় বাধা াবপত্তি, প্রতিবন্ধকতা—বিরোধিতা মোকাবেলা করাও প্রজ্ঞার পরিচয়।
৩. পরিস্থিতির প্রতি নজর রাখা, সময় সুযোগ অনুধাবন করা এবং কোন সময়ে কোন ব্যবস্থা অবলম্বন করতে হবে, এসব জানাও প্রজ্ঞার পরিচয়।
৪. দ্বীনের ব্যাপারে সূক্ষ্ম তত্ত্বজ্ঞান ও দুনিয়ার কাজ—কারবারের ক্ষেত্রে তীক্ষ্ম দূরদৃষ্টি রাখাই হচ্ছে সবচাইতে বড় প্রজ্ঞার পরিচয়।
❏ মৌলিক অসৎ গুণাবলীঃ
১. গর্ব ও অহংকার— বাঁচার উপায়ঃ
ক. বন্দেগীর অনুভূতি,
খ. আত্মবিচার,
গ. মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টি,
ঘ. দলগত প্রচেষ্টা।
২. প্রদর্শনেচ্ছা— বাঁচার উপায়ঃ
ক. ব্যক্তিগত প্রচেষ্টা ও
খ. সামগ্রিক প্রচেষ্টা।
৩. ত্রুটিপূর্ণ নিয়তঃ
নিয়তে গলদ থাকলে সৎকাজের ভিত্তি স্থাপন করা যায় না। নিয়তের সাথে কোন ব্যক্তিগত বা দলীয় স্বার্থ সংশ্লিষ্ট থাকা উচিৎ নয়। নিয়তের ত্রুটির প্রভাব অবশ্যই কাজের উপর পড়ে এবং ত্রুটিপূর্ণ কাজ নিয়ে এমন কোনো প্রচেষ্টায় সাফল্য লাভ করা সম্ভব নয়। যার আসল উদ্দেশ্য হচ্ছে মন্দকে খতম করে ভালোকে প্রতিষ্ঠিত করা।
❏ মানবিক দুর্বলতাঃ ১৩টি
১. আত্মপূজা— বাঁচার উপায়ঃ
* তওবা
* এস্তেগফার এবং
* সত্যের প্রকাশ
২. আত্মপ্রীতি
৩. হিংসা—বিদ্বেষ
৪. কু—ধারণা
৫. গীবত
৬. চোগলখোরী
৭. কানাকানি ও ফিসফিসানী
৮. মেজাজের ভারসাম্যহীনতা
৯. একঘেয়েমী
১০. একদেশ দর্শিতা
১১. সামষ্টিক ভারসাম্যহীনতা
১২. সংকীর্ণমনতা
১৩. দুর্বল সংকল্প
জাজাকিলাহী
শুকরিয়া
শুকরান
👍
শুকরিয়া
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ