ছড়া-কবিতাঃ আল্লাহু আকবার- জাওয়াদ আল কারিম


আল্লাহু আকবার
জাওয়াদ আল কারিম

আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার

পাল তোল পাল
ছিড়ব এবার অন্যায়ের জাল।
আল্লাহ আকবার।

রাতের পরে দিন আসে
কালোর পরে আলো।
অন্যায়ের পরে ইনসাফ আসে।
আল্লাহ আকবার

যে রক্ত ঝরিয়েছ দিনে দিনে
তার হিসেব দিবে গুণে গুণে।
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার।

আল্লাহ বলে সবুর কর হে বান্দা
সাথে আছে আল্লাহ তায়ালা।
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার।

হে বান্দা চলো ঈমানের সাথে
বিজয় আছে তোমার সামনে।
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার।



ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।
শ্রেণিঃ ৯ম 


Next Post Previous Post
6 Comments
  • Anonymous
    Anonymous June 26, 2023 at 2:28 PM

    মাশা আল্লাহ সুন্দর

    • Admin
      Admin June 29, 2023 at 4:38 PM

      শুকরিয়া

  • Anonymous
    Anonymous September 17, 2023 at 6:51 PM

    MashaAllah

    • Admin
      Admin October 9, 2023 at 12:40 AM

      শুকরিয়া

  • Anonymous
    Anonymous August 28, 2024 at 6:30 PM

    MashaAllah

    • Alokkonika
      Alokkonika December 15, 2024 at 6:35 PM

      শুকরিয়া

Add Comment
comment url