ছড়া-কবিতাঃ আল্লাহু আকবার- জাওয়াদ আল কারিম
আল্লাহু আকবার
জাওয়াদ আল কারিম
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার
পাল তোল পাল
ছিড়ব এবার অন্যায়ের জাল।
আল্লাহ আকবার।
রাতের পরে দিন আসে
কালোর পরে আলো।
অন্যায়ের পরে ইনসাফ আসে।
আল্লাহ আকবার
যে রক্ত ঝরিয়েছ দিনে দিনে
তার হিসেব দিবে গুণে গুণে।
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার।
আল্লাহ বলে সবুর কর হে বান্দা
সাথে আছে আল্লাহ তায়ালা।
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার।
হে বান্দা চলো ঈমানের সাথে
বিজয় আছে তোমার সামনে।
আল্লাহু আকবার
বলো, আল্লাহু আকবার।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।
শ্রেণিঃ ৯ম
মাশা আল্লাহ সুন্দর
শুকরিয়া
MashaAllah
শুকরিয়া
MashaAllah
শুকরিয়া