কোথায় সেই পথ- জান্নাতুন নাঈম মারিয়া
কোথায় সেই পথ
জান্নাতুন নাঈম মারিয়া
ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বছর। এইতো আর ২১ দিন পর ২০২৪ সাল। নতুন বছর নতুন দিন। ভাবতেই মনের মধ্যে নতুন অনুভূতির সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ অজানা এক কষ্ট মনের মাঝে কড়া নাড়ে। কষ্টে বুকটা ভার হয়ে আসে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে দূরে কোথাও চলে যেতে চাই জোবাইদা বেগম। কিন্ত কোথায় যাবে সে। যাওয়ার যে কোন পথ নেই। সন্তানদের বাজে আচরণে অতিষ্ট জোবাইদা বেগম। আর সেই সাথে যখন সন্তানদের পিতা মহোদয় যখন বলেন, তোমার জন্যই তো ছেলেগুলো নষ্ট হয়ে গেল। তখন সত্যি দিশেহারা হয়ে পরে। এসব কথা কাউকে বলতে পারেনা। কাকে বলবে নিজের ব্যর্থতার কথা? আর তার ছেলেরা তো সুযোগ পেলেই মায়ের সাথে বেয়াদবি করে জোবাইদার তো মনে পরেনা যে সে তার মায়ের সাথে বেয়াদবি করেছে কিনা। যখন সে বাবার বাসায় ছিল তখন ছিল বাবার রাজকন্যা। তখন কার দিন গুলো অনেক সুন্দর ছিলো। নিজের অনেক স্বাধীনতা ছিলো, এখনকার মত খাচায় বন্দি ছিলোনা। ইচ্ছা করলে উড়াল দিতে পারত। অনেক শখ আহ্লাদ ছিলো কিন্ত এখন সব কিছু ছেলেদের জন্য বিসর্জন। তবুও ছেলেদের কাছে জোবাইদা বেগমের কোনো মূল্য নেই। এই ছেলে তিনটিকে জোবাইদার কাছে জোকের মতো মনে হয়। সেই ভ্রূন অবস্থায় যখন গর্ভে ছিলো জোঁকের মতো রক্ত চুষে চুষে খেত। রক্ত খেয়ে খেয়ে কষ্টের উপর কষ্ট দিয়ে পৃথিবীতে এলো। তারপর বুকের রক্ত চুষে খেয়ে হ্রিষ্টপুষ্ট হয়েছে। তারপর এতো গুলো বছর। সুন্দর এই দেহটাকে নিজের দেহ মনে হয় জোবাইদার। অথচ সেই দেহটি যদি জাহান্নামের আগুনে জ্বলে...আর ভাবতে পারেনা,আর ভাবতে পারেনা সে। পালাতে চাই এদের কাছ থেকে কিন্তু...কোথায় পালাবে সে?
💚💚💚
Sukria
মাশা আল্লাহ। সুন্দর লেখনী
Sukria
মাশা আল্লাহ
শুকরিয়া
MashaAllah...
Sukria
MashaAllah
Sukria
মাশা আল্লাহ অনেক সুন্দর
Sukria