বাবরি মসজিদ


বাবরি মসজিদ


বাবরি মসজিদ ছিল ভারতের অযোধ্যায় অবস্থিত একটি মসজিদ। মসজিদের শিলালিপি অনুসারে, এটি ১৫২৮-২৯ (৯৩৫ হিজরী) সালে মুঘল সম্রাট বাবরের একজন সেনাপতি মীর বাকি দ্বারা নির্মিত হয়েছিল। ১৯৪০ এর দশকের আগে, মসজিদটি আনুষ্ঠানিকভাবে ‘মসজিদ-ই-জন্মস্থান’ (জন্মস্থানের মসজিদ) নামে পরিচিত ছিল।

বাবরি মসজিদ নির্মাণ

মোগল শাসকদের আমলে ভারতবর্ষে অসংখ্য শিল্প, স্থাপত্য গড়ে উঠে। মোগলস্থাপত্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো স্থাপত্যে গম্বুজের ব্যবহার। সম্রাট জহির উদ্দিন মুহম্মদ বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠার পর ১৫২৭ সালে অযোধ্যার নিয়ন্ত্রণ নেন তার সেনাপতি মীর বাকি। পরের বছর ১৫২৮ সালে সম্রাট বাবরের নামে সরযূ নদী পাড়ে নির্মাণ করেন তিন গম্বুজবিশিষ্ট এক মসজিদ। সাড়ে চার শতক পরে যা ভারতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে উঠে।

সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ নির্মাণের ৩৫৭ বছর পর ১৮৮৫ সালে মসজিদটি নিয়ে শুরু হয় বিতর্ক ও আইনি লড়াই। তিন গম্বুজওলা ওই মসজিদ শ্রীরামচন্দ্রের জন্মস্থান ভেঙেই তৈরি হয়েছে বলে বিশ্বাস করতেন হিন্দুদের একটা বড় অংশ। তারা বলতেন, মসজিদের ভেতরে থাকা একটা উঁচু বেদীর মতো অংশেই রাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হিন্দুত্ববাদীদের দাবি, মোগল আমলে একাধিকবার ওই জমি উদ্ধারের চেষ্টা হয়েছিল। যদিও সেই দাবির সমর্থনে ঐতিহাসিক তথ্যপ্রমাণও মেলেনি।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url