শীতের আগমন- আফরা ফারজানা
শীতের আগমন
আফরা ফারজানা
নতুন শীতের আগমন ঘটছে,
কুয়াশা যেন ভাষা ভাষা,
রাতের অন্ধকারকে আধারে,
ঢেকে নিয়েছে বেশ ভালোভাবে।
ফজরের স্নিগ্ধ হাওয়া বইছে,
চারদিকে আযানের সুর বাজছে,
প্রকৃতিও যেন প্রস্তুতি নিচ্ছে,
রবের সাথে মিলিত হতে চাচ্ছে।
আরেকটা বসন্ত নয়, বরং,
শীতকাল হতে চাই।
হৃদয় দুকূল ভাসিয়ে দিয়ে,
ফুলের সারিতে রঙিন প্রভা জমাতে চাই।
তৃণলতা-ঘাসের শিশিরের মতো,
কুয়াশার আবরণে,
ঘাসের ওপর দাঁড়িয়ে,
পা ফেলে স্পর্শ করতে চাই।
ঐ পাতা ঝরা দিনের মাঝে,
ফিরে যেতে চাই।
শৈশবের স্মৃতি কাছে টেনে,
আবার ছোট্ট পাখি হতে চাই।
MashaAllah...
Sukria
মাশা আল্লাহ
Sukria
মাশাআল্লাহ কবিতাটি খুবি ভালো লাগলো। আল্লাহতালা লেখিকার সুস্থতা দান করুন, আমাদের মাঝে এই রকম আরো কবিতা উপহার দেয়ার তৌফিক দান করেন
Masha Allah