ভিন্ন ফাঁদ- আফরা ফারজানা
ভিন্ন ফাঁদ
আফরা ফারজানা
চারিপাশে আজ ভিন্ন ফাঁদ
মাঠে-ঘাটে প্রতিষ্ঠানে
নেকাব নিয়ে প্রশ্ন ওঠে
নানা রঙের ফারাক করে
লেবাস ধরে দ্বীনি কাজ
প্রতিষ্ঠানে উল্টো ভাজ
সময় হয় না পড়ার ছলে
দ্বীনের কাজে বোরিং লাগে
অনলাইনের ভাজে ভাজে
ছবি পোস্ট ডেইলি চলে
মন খারাপে আল্লাহর স্মরণ
হারাম কাজে আয়াত ছোটে
আনন্দ পেতে রিলস চলে
দুপুরের যোহর ছুটে
প্রাইভেটের সিরিয়ালে
হারাম রিলেশন ভালই কাটে
ভালো স্বভাব বিনষ্ট আজ
অনলাইন এর ব্যবহারে
ভয়াবহ অবস্থা আজ
হাত তুলেছি খোদার তরে
গভীর রাতে চ্যাটিং করে
ফজর ছোটে ঘুমের তালে
মাশা আল্লাহ
শুকরিয়া
বাস্তব সম্মত
🌿
Masha allah অনেক সুন্দর লেখা ❤️
Sukria
Masha Allah
Sukria