বিজয়ের অপেক্ষায় বাবরি - আফরা ফারজানা সাদিয়া
বিজয়ের অপেক্ষায় বাবরি
আফরা ফারজানা সাদিয়া
বাবরি, তুমি ছিলে তাওহিদের নূর,
ইবাদতের আলোয় পূর্ণ ছিল দূর,
অযোধ্যার মাটি জানে তব গল্প,
উগ্রতার ছোবলে হারালে স্বকীয় স্বর্গ।
তবু আমরা স্বপ্ন দেখি—
তাকবীর ধ্বনিতে ভরবে আকাশ,
আবার উঠবে মিনারে আযানের সুর,
তোমারই পথে জ্বলবে ঈমানের আলো।
বাবরি ফিরবে, ইনশাআল্লাহ!
শপথে আগুয়ান, জীবনও সমর্পণ,
ইতিহাস হবে বিজয়ের দাস্তান,
তোমার পতাকা উড়বে তৌহিদের প্রাঙ্গণে।
🖋️ ১০/১২/২০২৪
ইনশাআল্লাহ
শুকরিয়া
In sha Allah
শুকরিয়া
❤️❤️❤️