আয়নাঘরের রুদ্ধ দ্বার- ইসতিয়াক আহম্মেদ আবিদ


 
আয়নাঘরের রুদ্ধ দ্বার
🖋 ইসতিয়াক আহম্মেদ আবিদ
(উৎসর্গ: শহীদ মাসুদ ইব্রাহিম) 

ঊষার লগনে জাগ্রত পথিক 
ছুটে চলেছ মসজিদ পথে,
কে কখন জানিনা তোমায়
নিয়া গেছে অজানা পথে।

সকলের চক্ষু হিমশীতল
নাহি রেশমাত্র ঘুম,
হয়েছে দ্বিধা, হয়েছে সংশয়
তুমি নাকি হয়েছ গুম।

নিয়েছে তোমায় আয়নাঘরে
করেছে তোমায় শত জুলুম,
তা যে এই নির্বাক পৃথিবীর 
সকলের কাছেই বেমালুম।

আয়নাঘরের রুদ্ধ প্রাচীর
লিখেছ তুমি সংগোপনে,
কণ্ঠে তোমার ছিল হিম্মত 
ভালোবাসো পরিবার মনেপ্রাণে।

ওরা যে তোমায় করেছে শহীদ 
জানা ছিল নাতো আর,
যদি না কভু খুলত তব
আয়নাঘরের রুদ্ধ দ্বার।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url