আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস
আর তার নির্দেশনাবলির মধ্যে রয়েছে আকাশমন্ডলীও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র।
(সূরা রুম: ২২)
বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়েছে—এই ইতিহাস পৃথিবীর খুব কম জাতিরই আছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, বাংলার তরুণরা বুকের রক্ত দিয়ে লিখে গেছেন এক অনন্য অধ্যায়—আমাদের মাতৃভাষার অধিকার।
একুশে ফেব্রুয়ারির তাৎপর্য শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। ভাষার জন্য জীবন দেওয়ার এমন ইতিহাস অনন্য, তাই ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি মাতৃভাষার গুরুত্ব বোঝাতে পালিত হয়ে আসছে।
সকল ভাষা শহীদদের প্রতি আলোককণিকা পরিবারের দোয়া এবং গভীর শ্রদ্ধা।