মাহে রমযানের শুভেচ্ছা-২০২৫
রমযানুল মোবারক
হিজরী ১৪৪৬
ইংরেজি ২০২৫
বাংলা ১৪৩১
হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা বাকারা: ১৮৩)
মাহে রমযান কুরআন নাযিলের মাস, রহমত ও বরকতের অফুরন্ত জোঁয়ার তরঙ্গের মাস, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাস কালামে পাকের বসন্তকাল। এ মাসেই ঈমানদারদের উপর ফরজ করা হয় রোযার মতো এক অনন্য ইবাদতকে। অনুপম ইবাদতের হক আদায় করেই মহানবী (সাঃ) তাঁর সাথীদের নিয়ে পাল্টে দিয়েছিলেন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের চেহারা, আঁধারে জালিয়েছেন দ্বীনের আলো।
সকলের প্রতি রইলো পবিত্র
মাহে রমযানের শুভেচ্ছা
আলোককণিকা
www.alokkonikabd.com