অব্যাক্ত অনূভুতি - সুমাইয়া বিনতে আফজাল
অব্যাক্ত অনূভুতি
সুমাইয়া বিনতে আফজাল
মনে আছে;শেষ কবে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন?
মনে পড়ে;শেষ কবে প্রভুর কাছে দুহাত তুলে অঝোরে কেঁদেছেন ?
মনে পড়ে;শেষ কবে সিজদায় নত হয়ে বলেছেন - হে প্রভু আমি তোমার প্রিয় হতে চাই !
মনে পড়ে;শেষ কবে গভীর রজনীতে বসে নির্জনতা উপভোগ করেছেন?
নাকি জীবনের তাগিদে বাস্তবতার মাঝে হারিয়ে গেছেন ?
এ জগত সংসারে অনেক তো ছুটেছেন, মোহ মায়ায় জড়িয়েছেন
আচ্ছা একটু ভেবে দেখুন তো - নিজের জন্য ঠিক কতটুকু করেছেন
এ জীবনে কতটুকু পেয়েছেন;কতটুকুই বা হারিয়েছেন ??
জানি আমি! হিসাব মেলাতে পারবেন না...
কারণ, পাওয়ার চেয়ে হারানোর পাল্লাটা যে নিতান্তই ভারী ।
অনেক তো হলো পথ চলা
জনসম্মুখে নিজেকে মানিয়ে নেওয়ার ব্যার্থ চেষ্টা করা,
এবার একটু বিশ্রাম নিন, নিজেকে সময় দিন।
জানি আমি, ব্যস্ততা মোদের দেয়না অবসর।
তবুও বলি;একটু সময় রাখুন।
একান্তই আপনার জন্য ,
যে সময় আপনি পৌঁছাতে পারবেন রবের সন্নিকটে
যে সময়ে বিরাজ করবে নিস্তব্ধ নির্জনতা
যে সময়ে বিনয় অবনত মস্তকে নিঃসংকোচে চোখের পানি ছেড়ে বলতে পারবেন-
হে প্রভু ভালবাসি তোমায়!!